বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে বিষখালী নদীতে মাছ ধারাকে কেন্দ্র করে বৈঠার আঘাতে বাবুল (৩৫) নামের এক জেলে নিহত হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিকনি (২৬) নামের একজনকে আটক করেছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীতে জাল ফেলে অপেক্ষায় থাকে বাবুল। পাশের আর একটি নৌকায় জাল ফেলে অপেক্ষমান একই গ্রামের রিপন আর শিকনির মধ্যে বিরোধ শুরু হলে রিপন বৈঠা দিয়ে বাবুলের মাথায় আঘাত করলে বাবুল নদীতে পড়ে যায়।
এসময় অন্য জেলেরা অজ্ঞান অবস্থায় বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় বেতাগী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ