“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মমনসিংহের হালুয়াঘাটে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা নাসরিন পারভীন-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা নির্বাহী মোঃ রেজাউল করিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লুৎফুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম.এ কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ