বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু-মুসলমানসহ সকল ধর্মের মানুষ একসাথে সুখে-শান্তিতে বসবাস করছে। এদেশের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করলেও উৎসব পালন করে সবাই মিলে।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে কোন উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেনি। শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের সদর উপজেলার প্রায় ২শ' পূজা মন্ডপে সরকারী জিআর এর অনুদানের চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সোমবার বেলা ১২টার সময় অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশসাক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকেষ সাহা প্রমূখ।
অনুষ্ঠান শেষে আগত মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে অনুদানের ডিও বিতরণ করে।
বিডি প্রতিদিন/হিমেল