মাগুরার শ্রীপুর উপজেলার মাটিকাটা গোয়ালবাড়ি গ্রামের সাহিদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে রবিবার রাতে ৬৫ বোতল দেশী-বিদেশী দামি মদ জব্দ করেছে নাকোল ক্যাম্পের পুলিশ। এসময় বাড়ির মালিক মাদক বিক্রেতা সাহিদুল শেখকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাহিদুল ওই গ্রামের মৃত আব্দুর রউফ শেখের ছেলে।
নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) প্রসেনজিৎ কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাদিরপাড়া ইউনিয়নের মাটিকাটা গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা গড়াই নদীর গোয়ালবাড়ি ঘাটের নৌকার মাঝি সাহিদুল শেখের বাড়িতে বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদ বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সাহিদুলের বাড়িতে পুলিশি অভিযানে তার বসত ঘরের ঘাটের নিচে কাগজে মোড়ানো ৬৫ বোতল দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের দামি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য চার লাখ টাকা।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহাবুবুর রহমান বলেন,‘সাহিদুল একজন মাদক বিক্রেতা। সে জব্দকৃত মদ বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার