বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউপি’র ঝাড়বাড়ী-কাশিমনগরের ৩ কিলোমিটার সড়কের বেহাল দশা। এ সড়কে চলাচলকারীরা পড়ছেন চরম দুর্ভোগে স্থানীয় কয়েক হাজার মানুষ। বর্ষাকালে সড়কে বৃষ্টির পানি জমে এ অবস্থা হয় যেন মনে হবে এটি চাষ উপযোগী ক্ষেত। বর্ষাকাল ছাড়াও কয়েকদিনের টানা বর্ষণেও একই অবস্থা হওয়ায় পিছু ছাড়ে না দুর্ভোগের।
এ সড়কটি পাকাকরণে এলাকাবাসীর দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি, এমপির কাছে দাবি জানালেও আজও তা পুরন হয়নি।
ঝাড়বাড়ী কলেজের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম বলেন, প্রতিদিন আমাদের এই সড়ক দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। আসা-যাওয়ার সময় যখনই এই পথটুকুর কথা মনে পড়ে, তখনই মনটা খারাপ হয়ে যায়।
কাশিমনগর গ্রামের হিরেন্দ্র নাথ রায় বলেন, এ সড়কে প্রতিদিন পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরও বলেন, এই সড়কটি খুব দ্রুত পাকাকরণ করা হোক। আমরা দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের হস্তক্ষেপ কামনা করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন