কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১০ হাজার ৩৫২ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়নিয়ন্ত্রণ অধিদফতর। আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউপির দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার বদু মিয়ার ছেলে ইব্রাহিম কামাল(২০)ও উখিয়া কুতুপালং ৭নং ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোতালেবের ছেলে সৈয়দ আলম(৩৫) একই ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা আজিজের ছেলে আব্দুল হাসিম(২৫)।
রবিবার রাতে হ্নীলা দমদমিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ সার্কেল পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ সার্কেল সহকারী উপ-পরিদর্শক জেসমিন সুলতানার নেতৃত্বে ব্যাটলিয়ন আনসারের সমন্বয়ে একটি টিম দমদমিয়া এলাকায় অভিযান চালায়ি ইব্রাহিম কামালকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
অপরদিকে একইদিনে দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে চেকপোস্টের পাশে রাস্তার উপর দাড়ানো অবস্থায় সৈয়দ আলম ও আবদুল হাসিমকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে সৈয়দ আলম থেকে ২শ পিস ইয়াবা ও আব্দুল হাসিম থেকে ১৫২পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১লাখ ৫ হাজার টাকা। ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার