পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞার পর হিলি স্থলবন্দরের লাগামহীনভাবে পাইকারি ও খোলা বাজারে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। খোলা বাজারে প্রকারভেদে কেজিতে সর্বনিম্ন ৯০ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।
২৯ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করে। দুপুরের পর থেকেই মূলত হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এরপর ভারতের অভ্যন্তর থেকে দেশে প্রবেশের জন্য লাইনে দাঁড় করানো থাকলেও পেঁয়াজের ট্রাকগুলো ফিরিয়ে নেওয়া হয়। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্র জানায়, বন্দর দিয়ে ২৯ সেপ্টেম্বর ১৪টি ট্রাকে ২শ’ ৬৮মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে খুচরা বাজারে হিলিতে কেজিতে যে পেঁয়াজ ৪৭-৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল তা একলাফে ৯০-১০০ টাকায় গিয়ে ঠেকে।
জানা যায়, নাসিক, পাটনা, ইন্দুর, সাউথ জাতের আগে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পরেই হিলিতে পাইকারী ও খুচরা বাজারে লাগামহীনভাবে বাড়তে থাকে পেঁয়াজের দাম। রবিবার সকাল থেকে হিলির পাইকারী ও খুচরা বাজারে প্রকারভেদে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৬ থেকে ৫০ টাকা কেজি দরে, সেই পেঁয়াজ সন্ধ্যার দিকে বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। আর সোমবার খোলা বাজারে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে।
পাইকার ও সাধারণ ক্রেতারা জানান, হঠাৎ করে স্থলবন্দর এলাকায় পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে। সাথে পেঁয়াজের উর্ধ্বমূখী ঝাঁজে চোখে পানি ঝরছে সাধারণ ক্রেতাদের। নাগালের বাইরে চলে গেছে দাম।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারত সরকার রপ্তানি মূল্য বৃদ্ধি করার পরেও হিলি স্থলবন্দর দিয়ে আমরা পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছিলাম। দুর্গাপূজায় ১০দিনের বন্ধের কথা মাথায় রেখে আমরা ব্যাপক পরিমাণে ভারতে এলসি করেছি। হঠাৎ করে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় আমরা ব্যাপক ক্ষতির মুখেও পড়েছি।
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর বিকালে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনজিত মজুমদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপকে জানানো হয়। আগামী ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার কথা জানানো হয় চিঠিতে।
বিডি প্রতিদিন/হিমেল