বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেড়ামারা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুল আলো, একই কলেজের শিক্ষার্থী ফাহিম, রুদ্র, মৌসুমী, মীম ও নাজমুন নাহার প্রমুখ।
প্রসঙ্গত, রবিবার দিবাগত গভীর রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ বুয়েটের শেরে-বাংলা হল থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে তিনি মারা যান। এ ঘটনায় আবরারের বাবা ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় ১৩ জন রিমান্ডে আছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন