রাঙামাটিতে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। বৃহস্পতিবার সকালে শহরের জিমনেসিয়াম চত্বরে রাঙামাটি চেম্বার অফ কর্মাসের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
এসময় রাঙামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক ও চেম্বারের পরিচালক উসামং মারমা উপস্থিত ছিলেন।
এব্যাপারে রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া বেলাল বলেন, চেম্বারের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প ব্যবসায়ীদের মেলায় আসার আহ্বান করা হয়েছে। যাতে তাদের তৈরি দেশীয় হস্ত শিল্পের প্রসার ঘটতে পারে। একই সাখে মেলায় স্থানীয় উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে। সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা চত্বরে পর্যাপ্ত পুলিশ নিয়োজিত থাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন