শিরোনাম
২০ অক্টোবর, ২০১৯ ০৪:৩৬

'জিপিএ-৫ এর চেয়ে গুরুত্বপূর্ণ যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠা'

কুমিল্লা প্রতিনিধি:

'জিপিএ-৫ এর চেয়ে গুরুত্বপূর্ণ যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠা'

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান বলেছেন, সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের কোচিং সেন্টারমুখী না হয়ে শ্রেণিকক্ষমুখী ও পাঠ্যপুস্তকমুখী হতে হবে। শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা দূর করতে শিক্ষক-অভিভাবককে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী করে তুলতে হবে। মানবতাবোধ জাগ্রত করতে হবে। জিপিএ-৫ এর চেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ভালো মানুষ হিসেবে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠা। সেই কাজটির দায়িত্বও প্রতিষ্ঠানকে নিতে হবে। কোন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী যত ভালো ওই প্রতিষ্ঠানটি ততো ভালো। আর শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি ও  শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) নাজমুল হক খান এসব কথা বলেন। 

কলেজ অধ্যক্ষ ড.এ কে এম এমদাদুল হকের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.আবদুস ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল মজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক লুৎফুর নাহার লাকী, সংবর্ধনা কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মায়মুন শরীফ রায়হান।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর