জাতীয় সংসদের সদস্য হওয়া সত্ত্বেও নিজের বিএ পরীক্ষায় ছলছাতুরির আশ্রয় নিয়েছিলেন নরসিংদী আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। তিনি ঢাকায় থেকেই নরসিংদীতে ভাড়াটে লোকদের দিয়ে বিএ পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি ধরার পড়ার পর নরসিংদী কলেজ কর্তৃপক্ষ তার সব পরীক্ষা বাতিল করেছে, গঠন করেছে তদন্ত কমিটি।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষার্থী ছিলেন বুবলী। তবে এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, এর একটিও তিনি নিজে দেননি। আটজন ছাত্রী এমপির হয়ে পরীক্ষা দিয়েছেন। গত বৃহস্পতিবার এক প্রক্সি পরীক্ষার্থী ধরা পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়।
বুবলী নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। ২০১১ সালের ১ নভেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লোকমান।
একাদশ জাতীয় নির্বাচনের আগে জমা দেয়া হলফনামা অনুযায়ী মহিলা সংরক্ষিত সংসদ সদস্য এইচএসসি পাস। পরে উচ্চশিক্ষা অর্জনে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তি হন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ কোর্স পর্যন্ত চারটি সেমিস্টার ও তেরোটি পরীক্ষা অনুষ্ঠিত হলেও তিনি একটিতেও অংশগ্রহণ করেননি।
বিডি প্রতিদিন/ফারজানা