নাটোর শহরের আলাইপুর মহল্লার বাসিন্দা এ্যাডভোকেট মোজাম্মেল হক তালুকদার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ভাই ও স্বজনরা।
রবিবার সকালে নিহতের ভাই মঈনুল হোসেন তালুকদার জানান, গত ২৭ সেপ্টেম্বর রাজশাহীর বিলসিমলা মহল্লায় বসবাস করা এ্যাডভোকেট মোজাম্মেলের স্ত্রী ইউএস রোকেয়া ও ভাগ্নে কনক চৌধুরী মিলে তার ভাইকে শ্বাস রোধ ও মারধর করে হত্যা করে। এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ তাদের ধরছে না। মঈনুল ইসলাম অবিলম্বে তার ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন সাবদুল ইসলাম তালুকদার এবং এফএম সাইদুল ইসরাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ