বগুড়ার ধুনট উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে ভেতরে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টায় ধুনটের নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের সৈয়দ আলীর পুত্র মহিদুল ইসলাম (৩৬) ও একই গ্রামের তাজু মন্ডলের পুত্র মিনহাজ মন্ডল (২৭)।
বগুড়ার ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, বেলাল হোসেনের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ করে তা ঢাকনা দিয়ে ঢেকে রাখে। ওই দুই নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংকের ওপরের ঢাকনা সরিয়ে ভেতরে কাজ করতে নামে। কাজ করার সময়ে প্রথমে মহিদুল পড়ে যায়। তার চিৎকারে এসময় মিনহাজ তাকে উদ্ধারের জন্য ভিতরে গেলে সেও পড়ে যায়। এরপর স্থানীয় লোকজন সেপটিক ট্যাংক ভেঙ্গে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজনই মারা যায়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসে তারা মারা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল