নিজের দলের ভেতরে যারা ঘাপটি মেরে থেকে দুর্বৃত্তায়ন করছেন তাদের বিরুদ্ধে এ্যাকশনে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা দৃশ্যমান হয়েছে ইতোমধ্যে। যারা দলকে ব্যবহার করে অবৈধ ভাবে বিত্ত বৈভবের মালিক হয়েছেন। এমন কি যারা দলের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে চলমান এই অভিযানে কেউ বাদ পড়বেন না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার এই উদ্যোগ বিশ্বের কাছে প্রশংসীত হয়েছে।
রবিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
সম্মেলনের প্রথম অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া।
সকালে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
সাংসদ আসাদুজ্জামান নুর বলেন, রাজনীতি শুধু মিছিল মিটিং আর দিবস পালন ঘিরে নয়। মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেটা করছেন শেখ হাসিনা।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সাবেক সাংসদ জোনাব আলী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মমতাজুল হক বক্তব্য দেন।
সম্মেলনের শুরুতে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন