দিনাজপুরের বিরলে শ্বশুড় বাড়ির সামনে লিচু গাছে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তি বাবু (৩২) বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র রামপুর কামারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
মঙ্গলবার সকালে বিরল উপজেলার বিরল সদর ইউপি’র পূর্ব মহেশপুর মহসীন মেম্বার পাড়ায় মৃতের শ্বশুর বাড়ির সামনে থাকা একটি লিচু গাছের ডালে ঝুলন্ত অবস্থায় বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।
বিরল থানার ওসি এটিএম গোলাম রসূল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বাবুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্ত করার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন