২২ অক্টোবর, ২০১৯ ১৮:২১

শ্যালক-দুলাভাইকে আটক রেখে মারধরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নাটোর প্রতিনিধি:

শ্যালক-দুলাভাইকে আটক রেখে মারধরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নাটোরের গুরুদাসপুরে দুই ক্রেতা শ্যালক ও দুলাভাইকে রুমে আটক রেখে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মারপিটের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর বাজারে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

জানা যায়, সোমবার বিকেলের দিকে উপজেলার বেড়গঙ্গারামপুর এলাকার নজিব মোল্লার ছেলে আরিফুল ও তার দুলাভাই রাহেন স্থানীয় নাজিরপুর বাজারের ‘বিপুল খেলাঘর’ নামক দোকানে ক্রীড়া সামগ্রী কিনতে যান। এ সময় দাম-দর নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানদার বিপুল ও তার সহযোগীরা ক্রেতা আরিফুল ও রাহেনকে একটি রুমে আটক রেখে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। 

এ ঘটনায় গুরুদাসপুর থানায় আহত আরিফুলের পিতা নজিব মোল্লা বাদী হয়ে দোকানদার বিপুল, তার সহযোগী হারুনুর রশিদ, জাকারিয়া ও জামালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, মূল আসামি নাজিরপুরের ওয়াহেদ আলীর ছেলে বিপুলকে গ্রেফতার করে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর