২২ অক্টোবর, ২০১৯ ১৮:৫৩

নাসিরনগরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রামীণ দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা অসহায় ও দুস্থ নারীদের সামাজিকভাবে স্বাবলম্বী করতে বিনা মূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। এসময় ১০ নারীকে ১টি করে ছাগল বিতরণ করা হয়। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে ‘শিখা সমাজ কল্যাণ সংস্থার’ উদ্যোগে বাংলাদেশ এন.জি.ও ফাউন্ডেশনের সহযোগিতায় হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, ওষুধ বিতরণ কর্মসূচি (সেবাতরি), অবহিতকরণ সভা ও ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি), নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর