২২ অক্টোবর, ২০১৯ ১৯:১৬

নেত্রকোনায় সরকারের কাছে যুবদের প্রত্যাশা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় সরকারের কাছে যুবদের প্রত্যাশা

নেত্রকোনায় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের কাছে যুব সমাজের প্রত্যাশা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নেত্রকোনা প্রেসক্লাবের হলরুমে যুব উন্নয়ন অধিদফতর, আইইডি, আমার অধিকার যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। 

সভায় শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগমের সভাপতিত্বে যুবদের মুখোমুখি হন যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জন উদ্যোগের আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরী ও ৩০ জন যুব নারী পুরুষ। প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় যুবদের প্রত্যাশা ও ভাবনার নানা প্রশ্নের উত্তর দেন অতিথিরা। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী উদ্যোক্তা শাহানা আক্তার পপি, যুব নেতৃত্ব তোফায়েল খান, মারজিয়া খাতুন, মীর্জা সাগর ও তহুরা আক্তার প্রমুখ। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর