সাম্প্রদায়িক উগ্রতা সৃষ্টি হতে পারে এমন কোনো লেখা, কথা বা কনটেন্ট সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বা অন্য যে কোনো মাধ্যমে প্রচার, প্রকাশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে কুমিল্লার হোমনা থানা পুলিশ।
গুজব সৃষ্টিকারী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে মর্মে হোমনা থানার ওসির বরাত দিয়ে মাইকিং করা হয়। মঙ্গলবার সিএনজি অটোরিক্শাযোগে এই মাইকিং করে পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, জনসচেতনতায় এ প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল