ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আটক চার হাজার রিকশা ছেড়ে দেয়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বাইলেন বাস্তবায়ন, পুলিশের নির্যাতন বন্ধ এই তিন দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ রিকশা-ভ্যানচালক শ্রমিক ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মো. মমতাজ উদ্দিন মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, রিকশা চালকরা হচ্ছে সমাজের সবচেয়ে গরীব শ্রেণির শ্রমিক। বেঁচে থাকার তাগিদে মহাসড়কে রিকশা চালান। বিভিন্ন এন.জি.ও থেকে লোন নিয়ে একটি রিকশা ক্রয় করেন। পুলিশ রিকশা আটক করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিক, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জহির, সদস্য মো. আবুল, মো. হোসেন, শাহ জালাল ও আবুল কালাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম