শিরোনাম
২২ অক্টোবর, ২০১৯ ২২:১৬

খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে গ্রামীণ নারীর অধিকার নিয়ে আলোচনা

ফরিদপুর প্রতিনিধি

খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে গ্রামীণ নারীর অধিকার নিয়ে আলোচনা

খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে খাসজমি-জলায় গ্রামীণ নারীর অধিকার শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার বিকেলে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের স্বজনী রায়ের ডাঙ্গী গ্রামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ পরিচালক মিনাক্ষী বিশ্বাস।

জেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক মো. শহিদুল্লাহ, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)’র পরিচালক আজহারুল ইসলাম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের জেলা কো-অডিনেটর শিপ্রা গোস্বামী, পিডাব্লিউ’র পরিচালক হাফিজুর রহমান। 

বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ)’র আয়োজনে এবং এএলআরডি’র সহযোগিতায় এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা গ্রামীণ নারীরা অংশ নেন। এ সময় গ্রামীণ নারীরা তাদের ক্ষেতে উৎপাদিত বিষমুক্ত সবজির প্রর্দশনী করেন। অনুষ্ঠানে বিষমুক্ত সবজি চাষে গ্রামীণ নারীদের দুইটি সংগঠনকে সুদমুক্ত ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। 

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর