কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে হোয়াইক্যং ইউপি নয়া বাজার সংলগ্ন ব্রিজের উপর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবক হলেন, হোয়াইক্যং ইউপি পশ্চিম সাতঘরিয়া পাড়ার হাজী আব্দুল মালেকের ছেলে মোঃ সাহাবউদ্দিন (২৪)।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, বিকেলে হোয়াইক্যং নয়া বাজার সংলগ্ন ব্রিজের উপর মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক যুবককে আটক করতে সক্ষম হয়।এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে অভিনব পদ্ধতিতে সিটের নিচে লোকায়িত অবস্থায় আট হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। মালামালসহ ধৃতকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ