শিরোনাম
২৩ অক্টোবর, ২০১৯ ১৫:১১

বরগুনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বরগুনায় কলেজছাত্রী সেতু হত্যা মামলার প্রধান আসামি জিয়াউল হককে (ছোট্ট) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আজ এ রায় দেন। 

মামলায় অভিযুক্ত ৪ জন আসামির মধ্য ১ জন আদালতে উপস্থিত ছিলেন। ৩ জন পলাতক রয়েছেন। 

খালাস প্রাপ্তরা হচ্ছেন, সাজাপ্রাপ্ত পলাতক জিয়াউল হক ছোট্ট স্ত্রী  আ্যাডভোকেট নাঈম সুলতানা লাকী, মামুন গাজী ও রেজবী খান। 

২০১২ সালের ২৯ জুন প্রেমিকা সেতু প্রেমিক ছোট্টকে বিয়ের জন্য চাপ দিলে ছোট্ট সেতুকে খাবারের সাথে বিষ মিলিয়ে হত্যা করে। সেতুর ভাই নজরুল ইসলাম রিপন ৪ জনকে আসামি করে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মোস্তাফিজুর রহমান ( বাবুল)। আসামি পক্ষে ছিলেন আ্যাডভোকেট কমল কান্তি দাস। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর