ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুধবার মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযানে অভিযান চালিয়ে ফিটনেস, সার্ভে, রেজিস্ট্রেশন না থাকায় ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মেঘনা নদীর আশুগঞ্জ ফেরিঘাট ও পাথর ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। নৌ পরিবহন অধিদফতরের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বদরুল হাসান লিটন এই অভিযান পরিচালনা করেন।
নৌ পরিবহন অধিদফতরের উপ সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন জানান, উপজেলার মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন ভলগেট জাহাজ ও কার্গো জাহাজের ফিটনেস, সার্ভে, রেজিষ্ট্রেশন, মাস্টারের রেজিষ্ট্রেশন, সনদের মেয়াদ ও জাহাজের কর্মরতদের নিরাপত্তা সরঞ্জাম আছে কিনা দেখার জন্য অভিযান পরিচালনা করা হয়। নদী আইনের বিভিন্ন ধারায় ১৬টি কার্গো জাহাজের ১৭ জন চালক ও কর্মচারীকে ৩ লাখ ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, নৌ পরিবহন অধিদফতরের পরিদর্শক মো. শাহজাহান সিরাজ, সার্ভে প্রকৌশলী এহতেশামুল হক, আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ