ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের কর্মকর্তা ও সাধারণ সদস্যদের উপস্থিতেতে সাধারন সভাটি শুরু হয়।
ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের সভাপতি আইভি মাসুদ এর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ, মো. মিজানুর রহমান, মাহবুবুর রহমান কামাল, জয় প্রকাশ বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আহমেদ, মো. আনিসুজ্জামান মোল্ল্যা প্রমূখ।
বার্ষিক সাধারণ সভাটি পরিচালনা করেন ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অপরেশ রায় অপু। এসময় ফরিদপুর জেলার প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ