বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার দায়ে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ মামলার ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নুসরাতের পরিবার।
রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুসরাতের বাবা এ কে এম মুসা আদালত চত্বরে বলেন, মামলার সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় প্রধানমন্ত্রী, প্রশাসন, গণমাধ্যমসহ দেশবাসীকে ধন্যবাদ জানাই। আমরা রায়ে সুবিচার পেয়েছি। যত ক্ষমতাশালী হোক না কেন এমন রায় থেকে মানুষ শিক্ষা নেবে। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়।
তিনি আরও বলেন, মামলার সব আসামির ফাঁসির আদেশ দেওয়ায় নুসরাতের আত্মা শান্তি পাবে। পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ানোর জন্য অনুরোধ করেন নুসরাতের বাবা।
বিডি-প্রতিদিন/মাহবুব