বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার দায়ে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ মামলার ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
এদিন, রায় পড়ার শুরুতে সাংবাদিক, আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন বিচারক। তিনি বলেন, সাংবাদিকরা ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরেন এবং পরবর্তীতে আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত ও বিচারকাজে সহায়তা করেন। এজন্য সাংবাদিক, আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ তিনি ধন্যবাদ জানান।
এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের বাবা এ কে এম মুসা। একই সঙ্গে নিজের পরিবারের নিরাপত্তা বাড়ানোরও অনুরোধ করেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব