ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ ১৬ আসামির সরার মৃত্যুদণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান।
বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায় ঘোষণা করেন।
এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের এই রায়ে আমরা সন্তুষ্ট। তবে, দ্রুত যেন রায় বাস্তবায়ন করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব