ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জগদিশ চন্দ্র পাল (৩৫)। সকালে আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেল সেতুর দক্ষিণ পাশ থেকে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মগড় গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র পালের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, গঙ্গাসাগর রেলব্রিজ পার হতে গিয়ে রাতে এ পথে চলাচলকারী কোনো এক অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ