“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এরপর শহরের মোক্তারপাড়া পাবলিক হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এসময় র্যালিতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমান। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল