বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বাগেরহাটে সরকারের ৩টি মেগা উন্নয়ন প্রকল্পসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণকৃত জমি মালিকরা ঘুষ, দালালি ছাড়াই তাদের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। ইতিমধ্যে ৩ টি প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ৬৫ ভাগ টাকা জমি মালিকদের দেয়া সম্ভব হয়েছে। ঘুষ-দালালি ছাড়াই দুর্নীতিমুক্ত ভাবে জমি মালিকদের টাকা পরিশোধ করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে প্রত্যয় নিয়েছেন, তা বাস্তবায়িত হচ্ছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত বাগেরহাটে সরকারের ৩টি মেগা প্রকল্পসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ তন্ময় আরও বলেন, দ্রুত এসব উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে বাগেরহাটসহ দেশের অর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, খানজান আলী বিমান বন্দর, মোংলা-খুলনা রেল লাইন সরকারে এই ৩টি মেগা প্রকল্পসহ সুপার সাইক্লোন সিডর বিধ্বস্ত শরণখোলায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১২৯ জনের হাতে ক্ষতিপূরণ হিসেবে ৬ কোটি ৬১ লাখ ৯ হাজার ৮৮০ টাকার চেক তুলে দেওয়া হয়।
এখানে ক্ষতিগ্রস্তরা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ ৯৫ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন। এ নিয়ে ৩১ জুলাই থেকে এ পর্যন্ত বাগেরহাটে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩৪৭ জনকে ১৭ কোটি টাকা চেকের মধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হল।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিন হোসেন, সিভিল সার্জন ডা. জি কেএম শামসুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আলিমুজ্জামান মিলন।
বিডি প্রতিদিন/এ মজুমদার