১৪ নভেম্বর, ২০১৯ ১৬:২৪

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সড়ক সংস্কার কাজের বরাদ্ধ সাড়ে সাত কোটি টাকা। সময় ছিল ১২ মাস। কিন্তু ১৯ মাস পরও শেষ হয়নি। কিছু কাজ করেই ফেলে রেখেছেন ঠিকাদার। এতে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। এটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সরাইল-অরুয়াইল সড়ক। 

সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ঐ এলাকায় সকালে স্থানীয় লোকজন মানববন্ধন করেছে। ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক সমাজের সভাপতি সানা উল্লাহ ভূঁইয়া, ইউপি সদস্য রেজাউল, সুলভ আহমেদ, বাশার আহমেদ ও নূরুল আমীন প্রমুখ।

বক্তারা বলেন, নির্ধাতির সময়ের তিন মাস পর কাজটি শুরু করেছেন ঠিকাদার। কাজে কোন গতি নেই। আবার অনিয়ম। থমকে দাঁড়ান ঠিকাদার। কাজের গতি আরো কমে যায়। গত কয়েকমাস ধরে কাজ বন্ধ। বারবার চেষ্টা করেও কোন সুরাহা মিলছে না। আর বৃষ্টি হলে কাঁদা পানিতে চাষযোগ্য জমি হয়ে পড়ে সড়ক। যান ও মানুষ চলাচল অসম্ভব হয়ে দাঁড়ায়। দুই ইউনিয়নের মানুষের দূর্ভোগ শুধু বেড়েই চলছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর