ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহমদপুর ইউনিয়ন পরিষদে দ্রুত নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
ওই দুই পরিষদের দুই ভোটার মো. বজলুল হক ও ফখরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ছিদ্দিক উল্যাহ মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ২০১৩ সালে নুরাবাদ ইউনিয়ন ভেঙ্গে নুরাবাদ ও আহমদপুর নামে দুটি ইউনিয়ন করা হয়। এর ভিত্তিতে এই দুই ইউনিয়নে নির্বাচন দেয়া হয়। কিন্তু সীমানা পুনঃনির্ধারণ চেয়ে হাইকোর্টে এক ব্যক্তি রিট করলে নির্বাচন স্থগিত করে হাইকোর্ট সীমানা পুনঃনির্ধারণের নির্দেশ দেন। ফলে ওই দুইটি ইউনিয়নে নির্বাচন বন্ধ হয়ে যায়। ২০১১ সালের পর ওই দুই ইউনিয়নে আর নির্বাচন হয়নি। এ অবস্থায় দুই ইউনিয়ন পরিষদের দুই ভোটার মো. বজলুল হক ও ফখরুল নির্বাচন দেয়ার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব