সারা দেশের ন্যায় গলাচিপা উপজেলায় ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। উপজেলায় মোট ২১টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। প্রাথমিক স্কুলের মোট ৫ হাজার ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ হাজার ১১২ জন, উপস্থিতির হার শতকরা ৯৭ ভাগ।
এছাড়া এবতেদায়ী মাদ্রাসায় মোট পরীক্ষার্থী এক হাজার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯০৫ জন। মাদ্রাসায় উপস্থিতির হার শতকরা ৮৪ ভাগ। কিন্তু এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ১৫৯ জন এবং এবতেদায়ী মাদ্রাসার ১৭৫ জন মোট ৩৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মো. রেজাউল ইসলাম বলেন, ‘অনুপস্থিত শিক্ষার্থীরা কেন পরীক্ষায় অংশগ্রহণ করেনি তা খতিয়ে দেখা হবে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম