আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে আজ সকালে হবিগঞ্জে শুরু হয়েছে আয়কর মেলা-২০১৯। সিলেট কর অঞ্চলের আওতায় হবিগঞ্জ কর বিভাগ স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী এই মেলার আয়োজন করে। পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট কর অঞ্চলের কমিশনার শাহেদ আহমেদ। মেলায় করদাতাদের সুবিধার্থে কর বিভাগ, সোনালী ও জনতা ব্যাংক সহ কয়েকটি ব্যাংক বুথ স্থাপন করেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম