ব্রাহ্মণবাড়িয়ায় মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ভাসানী চর্চা কেন্দ্রের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সাংবাদিক আব্দুন নুর সভাপতিত্ব করেন।
অ্যাডভোকেট মো. নাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহাম্মদ তফসির, শিক্ষক মতিলাল বনিক প্রমুখ।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মওলানা ভাসানীকে বাদ দিয়ে লেখা যাবে না। ইতিহাসে যার যে টুকু প্রাপ্য তা দেয়া না হলে আগামী প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হবে। ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক আন্দেলনে শরীক হওয়ার জন্য আলোচকরা উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার