১৭ নভেম্বর, ২০১৯ ১৭:৩৭

দিনাজপুরে বাজারে নতুন পাতা পিয়াজ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বাজারে নতুন পাতা পিয়াজ

দিনাজপুরের বিভিন্ন হাট-বাজারে নতুন পাতা পিয়াজ বের হলেও সেই তুলনায় পিয়াজের দাম কমে নি। নতুন পাতা পিয়াজ বাজারে আসা মাত্রই ব্যবসায়ীরা কিনে তা ঢাকাসহ সারা দেশে সরবরাহ করায় সেই তুলনায় স্থানীয় বাজারে পিয়াজের দাম কমছে না।

তবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে আমদানিকৃত পিয়াজের কিছুটা ঝাঁজ কমছে। একদিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজিতে ৪০ থেকে ৫০ টাকা দাম কমেছে। যে পিয়াজ শনিবার খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা দরে। 

রবিবার সেই পিয়াজই প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে।

আবার হিলিতে পিয়াজের দাম কিছুটা কমলেও দিনাজপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার কাচাঁ বাজারে রবিবার পিয়াজের দাম কিছু কমে বিক্রি হয়েছে প্রতি কেজি ২২০ টাকায়। আর নতুন পাতা পিয়াজ কেজি ১২০ টাকায়। জেলার বিভিন্ন স্থানে পিয়াজের দাম একেক রকম দেখা গেছে। তবে বাজার মনিটরিং করলে দাম কমার সম্ভাবনা রয়েছে বলে ক্রেতারা জানান। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর