১৭ নভেম্বর, ২০১৯ ২১:০০

'সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই'

নরসিংদী প্রতিনিধি

'সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই'

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, কর প্রদান করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। যদি কেউ কর প্রদান না করেন, তাহলে তা হবে রাষ্ট্রের প্রতি চরম অন্যায়। নাগরিকদের দেয়া কর দ্বারাই রাষ্ট্র সকল সেবামূলক প্রতিষ্ঠানে ব্যয়ভার বহন করে। বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা দিয়ে থাকে। 

তিনি বলেন, সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই। যেসব কর্তারা কর আদায় করতে গিয়ে কোন প্রকার অনৈতিক দাি বা হয়রানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

রবিবার বিকালে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, অতীতের চেয়ে বর্তমানে মানুষ বেশি বেশি কর দিচ্ছে। গত ৩ বছরে নরসিংদীতে করদাতার সংখ্যা ১৬ হাজার থেকে বেড়ে বর্তমানে ২৫ হাজারে পৌঁছেছে। রবিবার নরসিংদীতে এক হাজার করদাতা তাদের কর পরিশোধ করেছে।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ১০ কর অঞ্চলের কর কমিশনার আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভূঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, সহকারী পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।  

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর