১৯ নভেম্বর, ২০১৯ ১২:৫২

বগুড়ার বাজারে পিয়াজের দাম এখনো চড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার বাজারে পিয়াজের দাম এখনো চড়া

বগুড়ার বাজারে পিয়াজের দাম এখনো চড়া। যতটা দ্রুত পিয়াজের দাম উঠেছিল, ততটা দ্রুত নামছে না। বাজারে পিয়াজ কিনতে গিয়ে ভোক্তারা হতাশ হয়ে পড়েছেন।

বগুড়ার রাজা বাজার ঘুরে জানা গেছে, এখনো পিয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা। কেউ আবার বিক্রি করছে ১৮০ টাকা কেজি। 

পাইকারী ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে পিয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজি। খোলা বাজারে দাম কমার কথা। 

এদিকে, বগুড়া শহরের কলোনী, মালতীনগর, বউ বাজার, সাবগ্রাম, ফুলবাড়ি এলাকায় পিয়াজ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি। দুই একটি স্থানে ১৯০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। 

বগুড়া শহরের বউবাজার এলাকার পিয়াজ ক্রেতা আব্দুল আজিজ ঠান্ডু জানান, বাজারে পিয়াজের দাম কমার কথা শোনা গেলেও খোলা বাজারে এখনো ২০০ টাকা কেজি। বউ বাজারে গতকাল বিক্রি হয়েছে ২০০ টাকা করে। 

এদিকে, বগুড়ার মহাস্থান হাটে পিয়াজ বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৯০ টাকা কেজি। পাতা পিয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর