ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় আগ্নেয়াস্ত্রের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্টে সিস্টেম'র উদ্বোধন করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির বিষয়টি সরকারের ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে এসেছে। তারই ধারাবহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আগ্নেয়াস্ত্রের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্টে সিস্টেম নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
এর পূর্বে জেলা প্রশাসক ইব্রাহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কেন্দ্র, নারায়নপুর কমিউনিটি প্রা. বি. বিদ্যালয়, স্থানীয় এনজিও হোপ, নবীনগর পৌরসভা, নবীনগর থানা পরিদর্শন এবং উপজেলার মাদ্রাসাসহ ৫৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার