জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম।
সংগঠনের সদস্য সচিব রেজাউল করিমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিনসহ প্রমুখ।
এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ সংশধোন করে তাদের অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলীপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/কালাম