১৫ ডিসেম্বর, ২০১৯ ১৯:৫৪

খানসামায় বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

দিনাজপুর প্রতিনিধি

খানসামায় বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

দিনাজপুরের খানসামায় দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১১টায় খানসামার দুহশুহ উচ্চ বিদ্যালয়ে কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এছাড়াও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি খানসামা উপজেলা স্বাস্থ্য কমপেক্স এবং খানসামা মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন, দুহশুহ উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন উদ্বোধন, দেউলগাঁও স্বাস্থ্য সেবা কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন, টংগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবন উদ্বোধন, কাচিনীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন, আলহাজ্ব দলিল উদ্দীন প্রতিবন্ধী স্কুলের দুই শিক্ষার্থীকে হুইল চেয়ার বিতরণ ও আলহাজ্ব জিন্নাত হোসেন চৌধুরীর কবর জিয়ারত করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল- ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহম্মেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল আলম চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপুরে উপজেলার পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এ এইচ মাহমুদ আলী। এসময় তিনি হাসপাতালের জরুরী বিভাগ,এনসি/পিনসি কর্ণার,ওটি রুম, লেবার রুম,প্যাথলজি রুম,ফুলের বাগান সহ বিভিন্ন কর্ণার পরিদর্শন করেন।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর