ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মো. মোখলেচু রহমান অরুনকে একমাত্র আসামি করে সরকারি বই বিক্রির অপরাধে বুধবার বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম।
থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, সরকারি বই বিক্রির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আমরা লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় জিডি করে সমন্বয়িত ফরিদপুর জেলা দুর্নীতি কমিশনের উপপরিচালক বরাবর বুধবারই এজাহার করে পাঠিয়েছি। দুর্নীতি দমন কমিশন তদন্তপূর্বক মামলা করবে। জিডি নম্বর ৯৩২।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে থানা পুলিশ এসি বোস ইন্সটিটিউশনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২০১৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৯ শিক্ষা বর্ষের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির বিভিন্ন পাঠ্যপুস্তুক এক ভ্যান উদ্ধার করে নিয়ে আসে। বইগুলির আনুমানিক ওজন প্রায় ২৪০ কেজি। সরকারি এই বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অতিরিক্ত বই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা