জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় কাউন্টডাউন মেশিন স্থাপন করা হয়েছে। ২০২০ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে আগামী ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষের কাউন্ট ডাউন চলবে। ১০ জানুয়ারী কাউনডাউন মেশিন ঘড়ি সচল ও উদ্বোধন করার পর জন্মশত বর্ষ দিবসে কাউন্ট ডাউন শেষ হবে।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্ববধায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় মেশিন বসানো হয়েছে। সোমবার সকাল থেকে কাউন্টডাউন মেশিন দেখার জন্য হাজারো মানুষ ভিড় করে। কাউন্টডাউন মেশিনটি একটি অস্থায়ী মঞ্চে বসানো হবে। মেশিনটি সকল শ্রেণী পেশার মানুষের চোখে পড়ে এবং জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করতে পারে তার সকল ব্যবস্থা করা হয়েছে। মেশিনটিতে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণের ছবি আছে। ডিজিটাল ইলেক্ট্রানিক মেশিনে গণনা চলবে ১০ জানুয়ারী থেকে। দিবস গণনার দিন থেকে সাতমাথায় অস্থায়ী মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার সকালে জেলা প্রশাসক সাতমাথায় মঞ্চ নির্মাণের স্থান পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল