২৫ জানুয়ারি, ২০২০ ১৭:৫০

মেহেরপুরে বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন

মেহেরপুরা প্রতিনিধি

মেহেরপুরে বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন

মেহেরপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার দুপুরে খুলা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে আয়োজিত ইনোভেশন শোকেসিং  মেলায় খুলনা বিভাগের ১০ টি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলান বিভাগীয় কমিশনার ডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার।

 অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ হুমায়ন কবীর, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল, বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রমূখ। অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিল জিরো টলারেন্স। সেই লক্ষে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রনালয়। কাজের বিলম্ব যেখানে দুর্নীতি সেখানেই। কোন ক্রমেই যাতে কাজের বিলম্ব না হয়, সেজন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রনালয়।  

তিনি আরও বলেন, প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করছে। যাতে প্রতিটি জেলা অনুযায়ী কাজ করতে পারে। এরই মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে বাংলাদেশ। আমাদের দেশ হবে বিশ্বের উন্নত দেশের মধ্যে একটি দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন লক্ষ নিয়ে দেশকে তৈরী করছেন। এরপরই বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। 

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর