কুষ্টিয়ায় নিজ ঘরের শয়ন কক্ষ থেকে জামাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সদর উপজেলার বারখাদা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামাল উদ্দিন পেশায় একজন তাঁত শ্রমিক ছিলেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়রা ঘরের মধ্যে গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ফারজানা