২৫ জানুয়ারি, ২০২০ ২০:২৭

ফেনীতে পায়ুপথে বাতাস দিয়ে হত্যার চেষ্টা, আটক ১

ফেনী প্রতিনিধি

ফেনীতে পায়ুপথে বাতাস দিয়ে হত্যার চেষ্টা, আটক ১

প্রতীকী ছবি

ফেনীর একটি ফুড প্রোডাক্টস লিমিটেডের কর্মচারী মামুনের (১৮) পায়ু পথে বাতাস দিয়ে শনিবার দুপুরে হত্যা চেষ্টা করেছে অপর কর্মচারী দোলোয়ার হোসেন (২০)। পুলিশ দেলোয়ার হোসেনকে আটক করেছে। দেলোয়ারের বাড়ি নোয়াখালির সেবাগ উপজেলার গোপালপুরে। 

পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে একটি ফুড প্রোডাক্টস লিমিটেডের কর্মচারী দেলোয়ার হোসেন আরেক কর্মচারী মোঃ মামুনের পায়ুপথে বাতাস দিলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মামুনের বাড়ি নোয়াখালির সুবর্ণচরের উত্তর বাগধারা গ্রামে। জিজ্ঞাসাবাদে আটক দেলোয়ার মামুনের পায়ুপথে বাতাস দেয়ার কথা স্বীকার করেছেন। 

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মোশারফ হোসেন জানান, মামুনের পায়ুপথে পেসার দিয়ে বাতাস দেয়ার কারণে তার পেটের ভেতরের রেকটম ছিড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুল ইসলাম এই ঘটার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর