পটুয়াখালীর গলাচিপার পানপট্টি বাজারে অভিযান চালিয়ে ১’শ মন জাটকা ইলিশ ও ১০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে র্যাব। এ সময় জাটকা ব্যবসায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে।
রবিবার সকালে র্যাবের অভিযানের পর আটককৃতদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, সকালে একটি বিশেষ অভিযানে পানপট্টি বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১’শ মন জাটকা, ১০ লক্ষ মিটার কারেন্ট জালসহ ঝাটকা ইলিশ ব্যবসায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আটককৃতদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
জব্দকৃত জাটকা ৩০টি এতিমখানায় বিতরন ও জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আটককৃতরা গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ