২৬ জানুয়ারি, ২০২০ ১৫:০৯

টেকনাফে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

কক্সবাজারের টেকনাফে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। রবিবার সকালে ‘বাংলাদেশ কাস্টম্স বিশ্বায়ন ও আন্তঃসংযোগে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলার শুল্ক স্টেশনের সহকারি কমিশনার নু-চু-প্রু ও টেকনাফ শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিনের নেতৃত্বে একটি র‌্যালি শুল্ক স্টেশন থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভায় মিলিত হয়। 
টেকনাফ শুল্ক স্টেশন কর্মকর্তা আবছার উদ্দিনের সভাপতিত্বে ও স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. এমরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার শুল্ক স্টেশনের সহকারি কমিশনার নু-চু-প্রু। অন্যদের মধ্যে স্থলবন্দরের সহকারি মহাব্যবস্থাপক জসিম উদ্দিন, ম্যানেজার সৈয়দ আনোয়ার হোসেন, স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর, মো. সেলিম সিআইপি, নাছির উদ্দিন, যধু চন্দ্র শীল, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর