উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের বিষয়টি একনেকে পাস হওয়ায় মাগুরা পলিটেকনিক ও বিভিন্ন কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
রবিবার সকাল ১০টায় বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মাগুরা পলিটেকনিকের সামনে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে র্যালি করে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন।
পরবর্তীতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি শুভেচ্ছাস্মারক জেলা প্রশাসকের নিকট প্রদান করেন।
তারা জানান, আধুনিক বিশ্বে শ্রম বাজারে প্রতিযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/কালাম